18 November, 2024
BY- Aajtak Bangla
v
চুল সৌন্দর্যের অঙ্গ। কিন্তু দূষণের যুগে চুল ঠিক রাখা সম্ভব হচ্ছে না। খুশকি ও চুল পড়ার সমস্যা এখন সাধারণ।
শ্যাম্পু ও মাস্ক ব্যবহার করছেন পুরুষ ও মহিলারা। কিন্তু প্রাকৃতিক উপায়ে তার চেয়ে বেশি কাজে দেবে।
গোড়া থেকে খুশকির নাশ করতে পারে ভৃঙ্গরাজ। কীভাবে ব্যবহার করবেন?
ভৃঙ্গরাজ ঠিকভাবে লাগালে চুল হয় ঘন ও লম্বা। দূর হয় খুশকি। চুল উজ্জ্বলও হয়।
৪-৫ চামচ পাউডার নিয়ে ৩ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেখে চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
এছাড়া ভৃঙ্গরাজ পাতা বেটে নারকেল তেলে মেশান। ৫ মিনিট গরম করুন। ছেঁকে বোতলে ভরে রাখুন।
একদিন অন্তর এই তেল মাথায় ম্যাসেজ করুন। এটা প্রাকৃতিক ভৃঙ্গরাজ তেল।
নারকেল তেলে এক চামচ পাউডার মিশিয়ে চুলে লাগান। রাতভর রেখে সকালে চুল ধুয়ে ফেলুন।
১ চামচ ভৃঙ্গরাজ, ১ চামচ মেথি পাউডার, ১ চামচ নিম পাউডার ও টক দই নিয়ে মেশান।
২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন এই মিশ্রণ। উকুন-খুশকি দূর হবে। চুল হবে উজ্জ্বল ও ঘন।