14 May 2025

BY- Aajtak Bangla

গরমে যখন তখন ব্লাস্ট করতে পারে বাইক, কোন ইঙ্গিতে আগাম বুঝবেন?

গরমে এসি, ফ্রিজ ব্লাস্টের কথা প্রায় শোনা যায়। তবে বাইকেও বিস্ফোরণ হতে পারে।

বাইকে বিস্ফোরণের একাধিক কারণ থাকতে পারে। বিশেষ করে এই গরম ও রৌদ্রে বাইক ব্লাস্ট করতে পারে।

যদি দেখেন বাইক অতিরিক্ত গরম হয়ে গেছে। তাহলে তখন আর চালাবেন না।

কোনও কোনও সময় অত্যাধিক গরমের কারণে বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তখনও বাইক বন্ধ করে দেবেন।

ফুয়েল লাইনে কোনও সমস্যা থাকলে, যেমন- ফুয়েল পাম্প বা কার্বুরেটরের সমস্যা, তা ব্লাস্টের কারণ হতে পারে।

স্পার্ক প্লাগ যদি সঠিকভাবে কাজ না করে, তবে তা ব্লাস্টের কারণ হতে পারে। 

বাইকের তারের সংযোগে যদি কোনো শর্ট সার্কিট হয়, তবে তা ব্লাস্টের কারণ হতে পারে। 

বাইকের ইঞ্জিন থেকে যদি অস্বাভাবিক শব্দ আসে তাহলে বাইক বন্ধ করে রাখুন। 

সেজন্য কয়েক মাস অন্তর অন্তর বাইক দেখানো প্রয়োজন মেকানিককে।