05 May,  2025

BY- Aajtak Bangla

বাইক  তেল শেষ? মাইলেজ বাড়ান এই ১০ সহজ কৌশলে!

জ্বালানির দাম বাড়ছে হু হু করে, কিন্তু আপনার বাইক দিচ্ছে না কাঙ্ক্ষিত মাইলেজ? 

 এই ১০টি সহজ টিপস মেনে চললেই মাইলেজ বাড়বে চোখে পড়ার মতো।

রেগুলার সার্ভিসিং করান: প্রতি ২০০০-২৫০০ কিমি-র পর বাইক সার্ভিস করালে ইঞ্জিন সচল থাকে, মাইলেজ ভালো হয়।

সঠিক গিয়ারে চালান: বাইক চালানোর সময় যথাযথ গিয়ার পরিবর্তন করলে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ে, ফলে ফুয়েল কম খরচ হয়।

আচমকা ব্রেক ও এক্সেল এরিয়ে চলুন: হঠাৎ গতি বাড়ানো বা ব্রেক করা ফুয়েল খরচ বাড়ায়। স্মুথ রাইডিংয়ে মাইলেজ বাড়ে।

টায়ারের প্রেসার ঠিক রাখুন: কম প্রেসারে রাইড করলে বাইকের ফুয়েল খরচ বেড়ে যায়। প্রতি সপ্তাহে টায়ার প্রেসার চেক করুন।

সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন: লো গ্রেড অয়েল ইঞ্জিনের ক্ষমতা কমিয়ে দেয়। কোম্পানির নির্ধারিত ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।

স্টার্ট-স্টপ এড়িয়ে চলুন: জ্যামে বারবার স্টার্ট-স্টপ করলেই মাইলেজ কমে যায়। এমন পরিস্থিতিতে বাইক বন্ধ রাখাই ভালো।

অতিরিক্ত লোড বহন করবেন না: বাইকে অতিরিক্ত ওজন থাকলে ইঞ্জিনে চাপ পড়ে, ফলে ফুয়েল বেশি লাগে।

চেইন নিয়মিত পরিষ্কার ও টাইট রাখুন: চেইন লুজ বা ময়লা হলে গতি কমে, ফুয়েল বেশি লাগে। প্রতি ১০০০ কিমি-তে একবার পরিষ্কার করুন।

সঠিক ফুয়েল ব্যবহার করুন: লো-গ্রেড পেট্রোল ব্যবহার করলে মাইলেজ কমে যেতে পারে। নির্ভরযোগ্য পেট্রোল পাম্প থেকে তেল নিন।

এয়ার ফিল্টার পরিষ্কার করুন: ময়লা জমলে ইঞ্জিনে বাতাস প্রবেশে বাধা দেয়, এতে ফুয়েল বার্ন ঠিকমতো হয় না। মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করুন।