BY- Aajtak Bangla

দুর্দান্ত মাইলেজ দেবে বাইক, ৫ সিক্রেট টিপস দিলেন মেকানিক

07 July, 2024

পেট্রলের দাম কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী। তাই তেলের খরচ কমাতে মোটরসাইকেলের চালকেরা খোঁজেন নানা উপায়। 

আবার দেখা যায়, মাইলেজের কথা মাথায় রেখেই অনেকে বাইকের মডেল পছন্দ করেন। কেউ কেউ বাইক কেনার পরে মিলিয়ে দেখেন, মাইলেজ নিয়ে কোম্পানির বিক্রয়কর্মীর কথা মিলছে তো!

মাইলেজ বাড়াতে বা তেলের খরচ কমাতে কী কী করা উচিত? জানতে চাওয়া হয়েছিল হিরো মোটরকর্পের এক এক্সপার্টকে। সার্ভিস প্ল্যানিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন তিনি। কী তাঁর পরামর্শ?

যেকোনো মোটরযানের ক্ষেত্রেই যত্ন নেওয়ার বিকল্প নেই। তাই নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিং করা খুবই গুরুত্বপূর্ণ। 

ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক সময় গড়িমসি করি। মাইলেজ বাড়াতে এয়ার ফিল্টার নির্দেশিত সময় পরপর বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। 

শহরে ফুয়েল স্টেশনের সংখ্যা কম নয়। পেট্রল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত। এতে বাইকের মাইলেজ ভালো থাকবে।

বাইকের স্পার্ক প্লাগে যদি কার্বন জমে যায়, তাহলে মাইলেজ কমে যেতে পারে। তাই নির্দিষ্ট সময় পরপর স্পার্ক প্লাগ পরীক্ষা করে দেখতে হবে। প্রয়োজনে পরিবর্তন করে ফেলতে হবে।

মোটরসাইকেলের চেন লুব্রিকেশন করতে হবে বাইকের অনুমোদিত জায়গা থেকে। চেন অতিরিক্ত আঁটসাঁট হলে সেটা ঠিক করে নিতে হবে।

এগুলোর বাইরেও কিছু বিষয়ে খেয়াল রাখা যেতে পারে। যেমন টায়ারের প্রেশার ঠিক রাখা, সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ইঞ্জিন বন্ধ করে দেওয়া, হুটহাট বাইকের গতি না বাড়ানো, সঠিক নিয়ম মেনে বাইক চালানো ইত্যাদি।