13 December, 2023
BY- Aajtak Bangla
শীতের ঠান্ডা হাওয়ায় শিহরণ ইতিমধ্যে লাগছে।
এই সময় সকাল-রাতে যাঁরা বাইক চালান তাদের কুয়াশার সমস্যা সহ হাড়হিম করা ঠান্ডা বিপদ বাড়ায়।
শীতকালে বাইক চালানোর সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী।
শীতকালে বাইক চালানোর সময় অবশ্যই কিছু জিনিস সঙ্গে রাখতেই হবে। তবেই নিরাপদে ও সুস্থ শরীরে বাইক চালানোর মজা উপভোগ করতে পারবেন।
ঠান্ডা হাওয়া ও কুয়াশা থেকে সুরক্ষিত করতে মাস্ক ব্যবহার করুন।
শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে একটি বিশেষ ধরনের হেলমেট যাতে গগলস লাগানো থাকে, তা কিনুন।
রাইডিং গ্লাভস পরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শীতের সময় হাত ঠান্ডায় জমে যায়। ফলে, ক্লাচ বা হ্যান্ড ব্রেক ব্যবহার করার সময় রাইডাররা অস্বস্তিতে পড়েন। বাইক দুর্ঘটনা বেশি হয়।
ঠান্ডায় বাইক চালানোর সময় আপনার ফুসফুস ঠান্ডা লাগতে পারে। তাই সিন্থেটিক জ্যাকেট এবং প্যান্ট পরা খুবই গুরুত্বপূর্ণ। কেভলার বা কর্ডুরা বা সিন্থেটিক বা লেদার জ্যাকেট পরলে নিরাপদ থাকবেন।
শীতে মোটা চামড়ার জুতো ব্যবহার করা খুবই জরুরি।
শীতে কুয়াশা বেশি থাকলে কম স্পিডে গাড়ি চালান। নিশ্চিত করতে হবে যে ব্রেক লাইট সঠিকভাবে কাজ করছে। যখনই ব্রেক লাগান তখনই লাইট চেক করে ঘরে বসে পরীক্ষা করতে পারেন।