21 July, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজানো এড়িয়ে চলুন: যতটা সম্ভব বৃষ্টিতে বাইক বাইরে রাখা এড়িয়ে চলুন। যদি বৃষ্টিতে ভিজে যায়, দ্রুত ঘরের ভেতরে রেখে শুকিয়ে নিন।
বাইক কভার ব্যবহার করুন: বাইক কভার ব্যবহার করলে বৃষ্টির জল থেকে বাইক রক্ষা করা যায়। বাজারে বিভিন্ন ধরণের বাইক কভার পাওয়া যায়।
বাইকের চেন লুব্রিকেট করুন: বৃষ্টির জল চেইনে মরচে ধরাতে পারে। তাই নিয়মিত বাইকের চেন লুব্রিকেট করা জরুরি।
বাইক পরিষ্কার রাখুন: বৃষ্টির পর বাইকের গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করে ফেলুন।
ধাতব অংশে মরচে থেকে রক্ষা করুন: বাইকের ধাতব অংশে অ্যান্টি-রাস্ট স্প্রে ব্যবহার করুন।
বাইকের ব্যাটারি যত্ন নিন: বৃষ্টির জল ব্যাটারিতে ক্ষতি করতে পারে। তাই ব্যাটারি শুষ্ক রাখার ব্যবস্থা করুন।
বাইকের ব্রেক পরীক্ষা করুন: বৃষ্টিতে ব্রেকের কার্যকারিতা কমে যেতে পারে। তাই নিয়মিত ব্রেক পরীক্ষা করে নিন।
টায়ারের চাপ ঠিক রাখুন: বৃষ্টিতে রাস্তা ভেজা থাকে এবং পিচ্ছিল হতে পারে। তাই টায়ারের চাপ সঠিক রাখুন।
নিয়মিত সার্ভিসিং করুন: বর্ষাকালে বাইক নিয়মিত সার্ভিসিং করানো জরুরি। এতে বাইকের যন্ত্রাংশ ভালো অবস্থায় থাকবে এবং মরিচা ধরার সম্ভাবনা কমবে।