BY- Aajtak Bangla
12 SEP, 2024
ভারতে প্রচুর পরিমাণে বাইক ব্যবহার করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই একটা করে মোটরবাইক রয়েছে।
আপনি যদি সম্প্রতি একটি টু-হুইলার কিনে থাকেন, তাহলে প্রথমে সঠিকভাবে শিখতে হবে কীভাবে এটি চালাতে হয়।
বাইকে গিয়ার থাকে। আপনার স্পিডের ওপর নির্ভর করে গাড়ির গিয়ার বদলাতে হয়।
তবে, অনেকেই জানেন না যে কোন গিয়ারে কত স্পিডে গাড়ি চালাতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
বাইক স্টার্ট করার পরে ১ নম্বর গিয়ারে ফেলে চালাতে হয়। এখানে আপনি সর্বোচ্চ ২০ কিলোমিটার স্পিড রাখতে পারেন।
২ নম্বর গিয়ারে স্পিড রাখতে হবে ২০-৩০ কিমি প্রতি ঘণ্টা।
৩ নম্বর গিয়ারে স্পিড রাখতে হবে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।
আর ৪ নম্বর গিয়ারে স্পিড রাখতে পারেন ৪০-৮০ কিমি প্রতি ঘণ্টা।
৫ নম্বর গিয়ে আপনি ৮০ কিমি প্রতি ঘণ্টা বা তার বেশি স্পিডে গাড়ি চালাতে চাইলে ব্যবহার করতে পারেন।