10 February 2023
বিল গেটস, যিনি শীর্ষ-১০ বিলিয়নেয়ারের অন্তর্ভুক্ত, বিবাহবিচ্ছেদের দু'বছর পর আবারও সম্পর্কে রয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার নতুন গার্লফ্রেন্ডকে ডেট করছেন।
তাঁর নতুন পার্টনার হলেন ওরাকলের প্রাক্তন সিইও প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী পওলা হার্ড।
২০১৯-এ মার্ক হার্ডের মৃত্যুর পর, পওলা হার্ড একাই ছিলেন।
এখন তিনি বিলিয়নিয়ার বিল গেটসের সাথী। উভয়কে অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে বিল গেটস ও পওলা হার্ডকেও একসঙ্গে দেখা গিয়েছিল।
২০২২ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের WTA সেমিফাইনাল ম্যাচে দু'জনকেই একসঙ্গে দেখা গিয়েছিল।
বিল গেটস মেলিন্ডা গেটসকে ২০২১ সালের মে মাসে তাঁর বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন, আগস্টে বিচ্ছেদ হয়।
বিয়ের ২৭ বছর পর বিল গেটস-মেলিন্ডার বিচ্ছেদ হয়।