BY- Aajtak Bangla

বার্ড ফ্লু ভয় ধরাচ্ছে, চিকেন-ডিম কি খাওয়া যাবে? জানুন

14 June  2024

বার্ড ফ্লু ঘিরে আতঙ্ক ছড়াল বাংলায়। এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাস।

বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে।

বার্ড ফ্লু মানেই মুরগির মাংস বা ডিম খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

তাই স্বাভাবিক ভাবেই বহু মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই সময় কি চিকেন এবং ডিম কি খাওয়া নিরাপদ?

এই নিয়ে সম্প্রতি সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার। . .

বার্ড ফ্লু নিয়ে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। চিকেন-ডিম কি খাওয়া যাবে? . .

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বার্ড ফ্লু নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।   . .

রাজ্যে কোনও পোলট্রিতে মুরগির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 রাজ্যে এখনই চিকেন বা ডিম খাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।