5 October 2024
BY- Aajtak Bangla
আমাদের চারপাশে নানা রকমের পাখি দেখা যায়।
পাখিদের কিচির-মিচিরেই সকাল শুরু হয়।
কেউ আবার বাড়িতেই পাখি পোষেন।
কত রকমের পাখিই আছে বলুন। প্রতিটি পাখির আলাদা বিশেষত রয়েছে।
আমাদের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে পাখি।
অনেক সময়ই রাস্তায় বেরিয়ে আমরা বিপাকে পড়ি। পাখিদের পায়খানা গায়ের উপর এসে পড়ে।
জানেন তো পাখিদের পায়খানা গায়ে পড়লে বিড়ম্বনা হলেও খারাপ নয়।
মনে করা হয়, মাথায় যদি পাখির পায়খানা পড়ে, তা হলে ধনলাভ হয়।
তবে এগুলি সবই বিশ্বাস। আবার পাখির পায়খানা ভাল করে পরিষ্কার করা উচিত। কারণ এতে জীবাণু থাকে।