BY- Aajtak Bangla

আপনার জন্মের সময় বলে দেয় ভবিষ্যৎ, ভাগ্য গণনা নিজেই করে নিন

22 January 2025

জন্মের সময় দেখে যে কারও ভাগ্য গণনা করা যায়। তাই জন্মের সময় খুবই উল্লেখযোগ্য।

তা হলে জেনে নেওয়া যাক, জন্মের সময় অনুযায়ী কেমন হতে পারে ভাগ্য...

জ্যোতিষ মতে,  জন্মের সময় ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে হলে, জাতকরা ভাগ্যবান হন। এঁদের সুঠাম চেহারা হয়।

যাঁদের জন্ম সকাল ৬টা থেকে ৮টার মধ্যে, তাঁদের আয়ের থেকে ব্যয় বেশি হয়। 

যাঁদের জন্ম সকাল ৮টা থেকে ১০টার মধ্যে হয়, তাঁরা পরিশ্রম না করলেও ভাল উপার্জন করেন এবং সাফল্য পান। . .

জন্মের সময় সকাল ১০টা থেকে ১২টার মধ্যে হলে, জাতকরা উন্নতি লাভ করেন জীবনে। . .

জন্মের সময় দুপুর ১২টা থেকে ২টো হলে জাতকরা ধনী হন। সমাজে সুপ্রতিষ্ঠিত হন।   . .

জন্মের সময় দুপুর ২টো থেকে বিকেল ৪টে হলে আর্থিক সমস্যা হয়।

জন্মের সময় রাত ১০টা থেকে ১২টা হলে সম্পদ লাভ হয়।