14 September 2024

BY- Aajtak Bangla

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয় কেন? বহু বাঙালিই জানে না

বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানো।

কিন্তু বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয় কেন? অনেকেই জানেন না।

কৃষ্ণের বাসস্থান দ্বারকা নগরী তৈরি করেছিলেন বিশ্বকর্মা। অন্য দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়ে ছিলেন। 

লোকমতে সেটা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা তথা গোটা রাজ্যে ঘুড়ি ওড়ানো হয়।

ঘুড়ি ওড়ানোর মাধ্যমে সুখ ও সমৃদ্ধিও কামনা করা হয়।

পুজোর আনন্দ উদযাপনের একটি অংশ হিসেবেও ঘুড়ি ওড়ানো হয়।

এটি সামাজিক উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়।

বিশ্বকর্মা পুজোয় মূলত বাংলাতেই এত বেশি ঘুড়ি ওড়ানো হয়।

গুডি পারওয়া, নবরাত্রি ইত্যাদিতে বিভিন্ন রাজ্যে ঘুড়ি ওড়ানোর রীতি আছে।