BY- Aajtak Bangla
27 SEPTEMBER, 2025
উচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাজারে যে উচ্ছে পাওয়া যায়, সেটায় ভেজাল হয় অনেক সময়।
বাড়িতেই এই সবজি চাষ করলে, আর সেই ঝামেলা বা চিন্তা হয় না।
জেনে নিন, কীভাবে বাড়িতেই উচ্ছে গাছ চাষ করবেন।
প্রথমে মাটি ও গোবর সার মিশিয়ে একটি পাত্র পূরণ করুন।
এরপরে, পাত্রের মাটিতে ৩- ৪ ইঞ্চি গভীরতায় উচ্ছে বীজ রোপণ করুন। এরপর এক মগ জল যোগ করুন।
উচ্ছে গাছের জন্য ৬- ৮ ঘণ্টা সূর্যালোক পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকে।
এছাড়া প্রতিদিন একবার করে উচ্ছে গাছে জল দিন।
পাত্রে উচ্ছের বীজ বপন করার পর, প্রায় ৫৫ থেকে ৬০ দিন পরে, গাছে সবজি দেখা দিতে শুরু করবে।