BY- Aajtak Bangla

বিয়েতে গায়ে হলুদের প্রথা শুরু কোথা থেকে? অনেকেই জানেন না!  

26 APRIL, 2024

ভারতীয়  বিয়েতে গায়ে হলুদের প্রথা বহু দিন ধরে চলে আসছে। শুধু হিন্দু নয় ইসলাম ধর্মের বিয়েতেও এই চল আছে। 

 বর- কনে দু'জনের বাড়িতেই গায়ে হলুদ রীতি আছে। কিন্তু এই প্রথার প্রচলন কোথা থেকে এল জানেন?

হলুদের অনেক গুণ। আয়ুর্বেদ শাস্ত্রে হলুদের অনেক ব্যবহার রয়েছে। 

 গায়ে হলুদ বর্তমানে 'হলদি' নামে খুব প্রচলিত হয়েছে। বিয়ের দিন সকালে হলুদ রঙের জামাকাপড় পরে অনুষ্ঠানে যোগ দেন সকলে। 

হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। তাই বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ বলে মনে করা হয়।

কাঁচা হলুদ প্রাকৃতিক ভাবে জীবাণুনাশক। হলুদ শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকায়। 

অনেকে মনে করেন, হলুদ মেখে স্নান করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বকের মরা কোষ সরিয়ে হলুদের প্রলেপ ত্বককে ঝলমলে করে তোলে।

 হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি সেপটিক, অ্যান্টি ডিপ্রেশনের মতো বৈশিষ্ট্য রয়েছে। 

মেকআপ করার জন্য ত্বকের ক্ষতির হাত থেকে এই হলুদ বাঁচায়।  

বিয়ের জন্য বর- কনের মধ্যে যে ভয় তৈরি হয়, তা কমাতে হলুদ খুবই কার্যকরী।