BY- Aajtak Bangla
8th May, 2024
জীবনে আমাদের প্রায়ই অন্যের থেকে নিন্দা ও নির্ণয় শুনতে হয়। অনেক সময়ই তা ভাল লাগে না আমাদের।
জনপ্রিয় আধ্যাত্মিক গুরু বিকে শিবানী বিশ্বাস করেন যে অন্যের রায়ের ওপর নির্ভর করে কখনও নিজের জীবন পরিচালিত করা উচিত নয়।
বিকে শিবানীর মতে পজিটিভ ও আনন্দে থাকুন জীবনে। অন্যের দৃষ্টিভঙ্গীকে এড়িয়ে গিয়ে নিজের জীবনে ভাল থাকাটাই আসল।
বিকে শিবানী তাই জীবনে খুশি থাকার কিছু মন্ত্র সকলকে বলেছেন। যা মেনে চলা খুবই দরকার।
প্রথমত, আমাদের যেটা সঠিক বলে মনে হবে সেটাই করা উচিত। আমি যেটা পছন্দ করি, অনেকসময় তা পরিবারের পছন্দ হয় না। আর যখন সেটা করতে পারি না, তখনই কষ্ট বাড়ে। ।
আপনার পছন্দই যে অন্যের পছন্দ হবে এটা ভাবা ছেড়ে দিন। আপনি যেটা করছেন সেটা নিজের জন্য করুন, লোকে কী ভাববে বা বলবে তা ভাবা ছাড়ুন।
ফুল নিজের জন্য ফোটে। কারোর প্রশংসা পেয়ে অহংকারীও হয় না বা সমালোচনা পেয়ে হতাশও হয় না।
তেমনি একজনের যথেষ্ট আত্মসম্মান থাকা উচিত। আপনি যেটা পছন্দ করেন সেটা আপমার সংস্কার এবং অন্যেরা যেটার সমালোচনা করছে তা তাদের সংস্কার।