12 SEPTEMBER 2025
BY- Aajtak Bangla
বিনা শু পালিশে জুতো চমকানোর সহজ চমকপ্রদ ট্রিকগুলো শিখে নিন।
আপনার বাড়িতে এমন অনেক জিনিস আছে যার সাহায্যে খুব অল্প সময়ে, আপনার চামড়ার জুতো আয়নার মতো উজ্জ্বল করতে পারেন।
শুধু তাই নয়, পলিশ করার পাশাপাশি এই জিনিসগুলি জুতোকে কাদা থেকেও রক্ষা করতে পারে। জেনে নিন জুতোর পালিশ ছাড়াও জুতো উজ্জ্বল করতে কী কী করবেন।
অলিভ অয়েল বা নারকেল তেলের সাহায্যে সহজেই চামড়ার জুতো চকচকে করতে পারেন। প্রথমে হালকা গরম জল, এক চামচ তেল এবং একটি সুতির রুমাল বা কাপড় নিন।
এবার কাপড়টি গরম জলে ভিজিয়ে নিন। এবার জুতো থেকে ময়লা ভালো করে পরিষ্কার করে কিছুক্ষণ হাওয়ায় শুকাতে দিন।
২ মিনিট পর কাপড়ের সাহায্যে পুরো জুতোয় তেল লাগিয়ে নিন। এভাবে কয়েক মিনিট রেখে তারপর শুকনো কাপড় দিয়ে জুতো ঘষে চকচকে করে নিন।
সাধারণত কলা খাওয়ার পর এর খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু যদি একবার জুতোর পালিশ হিসেবে ব্যবহার করেন, তাহলে তা ফেলে দেওয়ার আগে অবশ্যই প্রতিবার পালিশ করার কথা ভাববেন।
জুতো পালিশের জন্য, প্রথমে জুতো থেকে ময়লা মুছুন। এবার খোসার ভেতরটা, অর্থাৎ সাদা অংশটা ভালো করে জুতার ওপর ঘষে নিন। তারপর নরম কাপড় দিয়ে ভালো করে ঘষে নিন। জুতা চকচক করবে।
পেট্রোলিয়াম জেলি থাকে দিয়েও জুতোর চকচকে ভাব আনতে পারেন। এ জন্য জুতোর ওপর সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কাপড় দিয়ে আলতো করে ঘষে নিলেই ঝকঝকে হয়ে যাবে। অ্যালকোহল ও টুথপেস্টও ব্যবহার করতে পারেন।