02 May, 2024

BY- Aajtak Bangla

গলগল করে নাক থেকে রক্ত পড়ছে? কিছু হয়নি বলে এড়িয়ে যাবেন না

গরমকালে অনেক সময়ই নাক থেকে রক্ত পড়র মতো ঘটনা ঘটে থাকে। হঠাৎ করে বিনা কারণে নাক থেকে রক্ত পড়তে শুরু করে।

জল না খাওয়ার কারণে অনেক সময় শরীরও ভিতর থেকে শুকিয়ে যায়। অনেকে বিষয়টিকে পাত্তা দেন না।

কেউ কেউ আবার ভয় পেয়ে যান। কিন্তু কেন এমন হয় কখনও ভেবে দেখেছেন।

নাকের ভিতরের পাতলা ত্বক ফেটে যায়। এর একেবারে তলাতেই থাকে রক্তজালিকা। ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হয়।

নাসারন্ধ্রের ভিতরের অংশ থেকেও রক্তপাত হয়। আবার বাইরের দিক থেকেও রক্ত পড়তে পারে।

আপাতভাবে এর কোনওটিই তেমন ভয়ের কিছু নয়। কী করে এই সমস্যার হাত থেকে বাঁচবেন জানুন।

সবচেয়ে সহজ রাস্তা শরীরকে হাইড্রেট রাখা। বেশি করে জল খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না।

ত্বকও নমনীয় থাকে। এর ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে। নাক থেকে রক্তপাতও কমে।

অনেক সময় সর্দি-কাশির ফলে প্রচুর হাঁচি হয়, তা হলেও নাক থেকে রক্ত পড়তে পারে।

টানা গোটা ২০ হাঁচি হলে নাকের ভিতরের ত্বক ফেটে যায়, রক্তজালিকাগুলিতেও অতি ছোট ছোট ফাটল ধরে। ফলে রক্ত পড়তে থাকে।

এগুলির কোনওটাই বড় সমস্যা নয়। তবে নাকের ক্যান্সার বা রক্ত জমাট বাঁধার মতো জটিল সমস্যা হলেও নাক থেকে রক্তপাত হতে পারে।