BY- Aajtak Bangla
19 SEPTEMBER, 2025
উৎসবেরর সময় পছন্দের ড্রেসের সঙ্গে মানানসই জুতো ফ্যাশনে মাস্ট।
তবে যত দামি হোক না কেন, নতুন জুতো পরে হাঁটাহাঁটির পর পায়ে ফোস্কা পড়ে।
পায়ে ফোস্কা পড়লে পরবর্তী দু-তিন দিন হাঁটা-চলা মুশকিল হয়ে যায়। জানুন দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাওয়ার ঘরোয়া উপায়।
জুতোর চামড়ার যে জায়গা খুব শক্ত, সেই স্থানগুলিতে ভেসলিন বা তেলের মতো কিছু লাগিয়ে রাখুন।
ফোস্কার স্থানে সামান্য জলের সঙ্গে কিছুটা আটা গুলে তার উপর লাগান।
অ্যালোভেরা ফোস্কা সারিয়ে তুলতে কার্যকর। ক্ষতস্থানের ফোলা ভাব এবং জ্বালা কমাতে সহায়তা করে।
পায়ে ফোস্কা পড়লে সেই স্থানে দিনে অন্তত তিন বার মধু লাগিয়ে রাখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।
গ্রিন টি-র প্রদাহ কমানোর ক্ষমতা আছে। ফোস্কার স্থানে দিনে দু-তিন বার এটি লাগালে সুফল মিলবে।
ক্ষতস্থানে নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। এটি উষ্ণ জল ব্যথা এবং সংক্রমণকে প্রশমিত করতে বেশ উপকারী।