21 AUGUST, 2024

BY- Aajtak Bangla

এই ব্লাড গ্রুপের থাকলে মশা সবচেয়ে বেশি কামড়ায়, আপনার A, B, O না AB? 

মশা, এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি নানা রোগ জীবাণু সংক্রমণ করে। 

মশার জ্বালায় অতিষ্ট হয়ে যাচ্ছেন? রক্তের গ্রুপই কারণ নয়তো?

গবেষকরা দাবি করেন যে, নির্দিষ্ট গন্ধ মশাকে আরও দ্রুত আকর্ষণ করে।

O+, O-, A+, A-, B+, B-, AB+ এবং AB-, এই ৮ ধরনের রক্তের গ্রুপের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। 

জাপানি গবেষকরা প্রমাণ করেছেন, ও ব্লাড গ্রুপের মানুষকে সবচেয়ে বেশি কামড়ায় মশা।

দ্বিতীয় নম্বরে রয়েছে এ ব্লাড গ্রুপের মানুষ। এই দুটি রক্তের গ্রুপই মশার জন্য চুম্বকের মতো কাজ করে।

বি ব্লাড গ্রুপের মানুষদের মশা খুব কম বা বেশি কামড়ায় না।

মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হতে পারে।