4 February 2024

BY- Aajtak Bangla

বুদ্ধিতে সবাইকে টেক্কা দেয় এই ব্লাড গ্রুপের লোকেরা?

প্রতিটি মানুষের রক্তের গ্রুপ বিভিন্ন হয়, ব্লাড গ্রুপ অনুযায়ী বুদ্ধিরও হেরফের হয়।

জাপানের বিজ্ঞানীদের মতে ব্লাড গ্রুপের ওপরে মানুষের আচরণ, ব্যক্তিত্ব নির্ভর করে।

সাধারণত এবি পজেটিভ, এবি নেগেটিভ, ও পজেটিভ, ও নেগেটিভ, এ পজেটিভ, এ নেগেটিভ, বি পজেটিভ এবং বি নেগেটিভ, এই ৮ ধরনের রক্তের গ্রুপ থাকে।

তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী গ্রুপের অধিকারী কোন গ্রুপের লোকেরা হন? রইল তালিকা-

মাথা সবচেয়ে শার্প ও তীক্ষ্ণ হয় বি পজেটিভ গ্রুপের মানুষদের।

এই ব্লাড গ্রুপের মানুষদের চিন্তাশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি ও প্রখর হয়।

বুদ্ধির তালিকায় ও পজেটিভ গ্রুপের লোকেরা সবার আগে রয়েছে।

এই গ্রুপের মানুষের রক্ত সঞ্চালয় অন্যদের তুলনায় ভালো হয়। 

এমন মানুষদের মস্তিষ্কে সেরিব্রাম বেশি সক্রিয় থাকে, ফলে স্মৃতিশক্তি হয় তুখোড়।