BY- Aajtak Bangla

কাঁড়ি কাঁড়ি মিষ্টি খেলেও সুগার হবে না, কায়দাটা জানুন

7 May 2025

মিষ্টি ভালবাসেন না, এমন বাঙালির সংখ্যা নেহাত নেই বললেই চলে।

মিষ্টি

বাজারে কত রকমেরই মিষ্টি পাওয়া যায় বলুন। আর প্রতিটি মিষ্টিই লোভনীয় হয় খেতে।

হরেক রকমের মিষ্টি

 অনেকে মিষ্টি খেতে ভালবাসলেও সুগারের ভয়ে খেতে পারেন না।

সুগারের ভয়

রোজ কতটা মিষ্টি খেলে এবং কীভাবে খেলে এক ফোঁটাও সুগার বাড়বে না, জেনে নিন ট্রিকস...

কতটা মিষ্টি খাবেন

পুষ্টিবিদদের মতে, মিষ্টি মানেই যে বিষ, তা কিন্তু নয়।

মিষ্টি মানেই কি বিষ?

যাঁরা ডায়াবিটিস রোগী, তাঁরা ভাজা মিষ্টি এড়িয়ে চলুন। ভাজা মিষ্টি সুগারের মাত্রা বাড়ায়।

ভাজা মিষ্টি

এড়িয়ে চলুন রসের মিষ্টিও। তবে খেতে পারেন হাল্কা মিষ্টির সন্দেশ।

রসের মিষ্টি

দিনে একটার বেশি মিষ্টি খাওয়া মোটেই ভাল নয়। তাই একটার বেশি মিষ্টি খাবেন না।

ক'টা মিষ্টি খাওয়া যায়?

মিষ্টি খেলেও রোজ পর্যাপ্ত পরিমাণে হাঁটুন। ঘাম ঝরান। তা হলে সুগারের ভয় থাকবে না।

শরীরচর্চা