BY- Aajtak Bangla

শাঁখে ঠিকমতো ফু দিলে এসব উপকার হবে শরীরে, জানুন

21 August  2024

হিন্দু ধর্মে শাঁখের আলাদা মাহাত্ম্য রয়েছে। পুজোয় শাঁখ লাগেই।

যেকোনও শুভ কাজে শাঁখ ব্যবহার করা হয়। শঙ্খধ্বনি শুভ বলে মনে করা হয়।

আবার শাঁখ ঠিকমতো বাজালে শরীরে নানা উপকার হয়।

 বিশেষজ্ঞদের মতে, শাঁখ বাজালে নানা উপকার হয়।

শাঁখ বাজাতে গেলে আমাদের শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হয়। শাঁখ থেকে ওম শব্দ নির্গত হয়।  . .

শাঁখ বাজালে শব্দ তরঙ্গে নানা ধরনের জীবাণু নাশ হয়। . .

 নিয়মিত শাঁখ বাজালে তোতলামির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শাঁখ বাজালে হার্ট ভাল থাকে।

 শাঁখে জল রেখে সেই জল খেলে বদহজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।