BY- Aajtak Bangla
20 September, 2024
বিমান থেকে শুরু: অনেকেই জানেন না, BMW আসলে বিমানের ইঞ্জিন তৈরি দিয়ে শুরু করেছিল। পরে তারা মোটরসাইকেল এবং গাড়ি তৈরিতে মনোনিবেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যুদ্ধযন্ত্র তৈরির কাজে BMW-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
BMW-র ফুল ফর্ম হল Bayerische Motoren Werke GmbH। জার্মান থেকে ইংরাজি করলে Bavarian Engine Works Company। জার্মানির বাভারিয়া থেকে এই নাম।
মিনি কুপারের মালিক: জনপ্রিয় ছোট গাড়ি মিনি কুপারও BMW-র একটি প্রোডাক্ট। অভিনেতা কার্তিক আরিয়ান এই গাড়ি চালান।
আইকনিক কিডনি গ্রিল: BMW-র কিডনি গ্রিল তার আইকনিক ডিজাইন। এটা দেখলেই বুঝে যাবেন কী গাড়ি!
লকহিড মার্টিন: BMW একসময় লকহিড মার্টিনের সঙ্গে যৌথভাবে জেট ইঞ্জিন তৈরি করত।
রোলস রয়েসের মালিক: বিলাসবহুল গাড়ি কোম্পানি রোলস রয়েসের মালিকানাও BMW-র কাছে।
ইলেকট্রিক গাড়ি: BMW এখন ইলেকট্রিক গাড়ির বাজারে ঢুকছে। কলকাতার রাস্তাতেও প্রায়শই ইলেকট্রিক BMW চোখে পড়ছে।
মোটোস্পোর্ট: BMW মোটোস্পোর্টেও বেশ সফল। রেসিং গাড়ি তৈরি করে।
হাই পারফরম্যান্স: BMW-র মূল ফোকাস থাকে হাই পারফরম্যান্সে। সেই সঙ্গে দারুণ লুকস ও কমফোর্ট বাড়তি পাওনা।
মোটরসাইকেল: BMW-র দুর্দান্ত সব মোটরসাইকেলও রয়েছে। ভারতে ধীরে ধীরে BMW-র বাইকের জনপ্রিয়তা বাড়ছে।