15 December, 2023
BY- Aajtak Bangla
সব সময় যে নম্র-ভদ্র উত্তরই দিতে হবে, তা কিন্তু নয়। নিয়মিত আপনাকে যাঁরা ‘মোটা হচ্ছ কেন?’ বলে বারবার বিরক্ত করেন, তাঁদের মুখ বন্ধ করার সময় এসে গেছে।
যাঁদের ওজন বেশি, তাঁরা নিজেরাই সেটা নিয়ে কিছুটা হলেও শারীরিকভাবে অসুবিধায় থাকেন। এর মধ্যে রাতদিন ‘তুমি অনেক মোটা হয়ে গেছ,’ কথাটি শুনতে কাহাতক ভালো লাগে, বলুন!
যারা আপনাকে খাটো করার চেষ্টায় থাকেন, ‘মোটা হয়ে যাচ্ছ কেন’ প্রশ্ন করেন, আত্মবিশ্বাসের সঙ্গে কড়া বা মজা করে তাঁদের বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়াটাই শ্রেয়। রইল তেমনই কিছু উত্তর।
প্রশ্নকারীর চোখে চোখ রেখে তির্যক হাসি দিয়ে বলতে পারেন, ‘বাহ! বিষয়টি লক্ষ করার জন্য ধন্যবাদ। আপনার চোখের পাওয়ার তো বেশ ভালো।’ অথবা বলতে পারেন, ‘শরীরের মতো আমার মনটাও কিন্তু অনেক বড়।’
প্রশ্ন যদি হয়, ‘আপনার চেহারা তো সুন্দর, কিন্তু ওজনটা একটু বেশি, ’ উত্তর হতে পারে, ‘আপনার চেহারাও মন্দ নয়, তবে বুদ্ধি-বিবেচনার বিষয়ে একই কথা বলতে পারছি না বলে দুঃখিত।’
আমি তো নাহয় ওজন কমিয়ে ফেলব, আপনি তো সারা জীবন এমন অবিবেচকই থেকে যাবেন মনে হচ্ছে।
আমার শরীর নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে।
ছোটবেলায় আমার স্বপ্ন ছিলো বড় হয়ে সুমো কুস্তিগির হবো, যারা আলতু ফালতু প্রশ্ন করে তাদের পিটাবো৷ তাই নিজেকে প্রস্তুত করছি৷
আপনিও সবশেষে একটাই পরামর্শ, সব উপেক্ষা করে এগিয়ে যান।