BY- Aajtak Bangla

বসন্তের সাজে বাঙালিয়ানা ফুটিয়ে তুলুন এভাবে

25 February, 2024

শুধু পোশাকেই নয় সাজের নানা অনুষঙ্গে দেখা যাচ্ছে ভাষার ব্যবহার। বছরজুড়েই তরুণেরা দৈনন্দিন জীবনে স্টাইলের সঙ্গে তুলে ধরছেন এসব অনুষঙ্গ।

বছরজুড়েই এখন পরা হয় বাংলা বর্ণ, কবিতা, গান লেখা পোশাক।

অন্দরসাজেও এখন বাংলা লেখা পর্দা, কুশন কিংবা চেয়ার এনে দিচ্ছে বেশ ভিন্নমাত্রা।

জেনারেশন জি বা আলফা প্রজন্মের ধারকেরাও বেশ স্টাইলের সঙ্গে বহন করছেন বাংলা লেখা বিভিন্ন জিনিস।

দেশের বাইরে বিদেশিরাও বাংলা লেখা পোশাক পরছেন। আগ্রহ করে কিনছেন বাংলা লেখা নানা পণ্য।

বাংলা অক্ষর বা বর্ণগুলো নিজেরাই যেন এক একটা নকশা। কোনো কিছুর ওপর বসানো হলে এমনিতেই চলে আসে ভিন্নমাত্রা। 

তাঁদের ভাষায়, ‘বাংলাফাই’ করে নেওয়া আরকি। একইভাবে ক্রপ টপের সঙ্গে কানে পরে নিচ্ছেন বাংলা বর্ণের দুল কিংবা কপালে টিপ। 

ঐতিহ্যকে এভাবে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন তাঁরা। খুব ছোটর মধ্যে বর্ণকে ধারণ করার বড় একটি মাধ্যম টিপ। 

ফ্যাশন বা সাজের মতো বিষয়গুলোও যে হতে পারে বাংলা ভাষার বাহক, সেটাই যেন দাপটের সঙ্গে প্রমাণ করে চলেছে তরুণ প্রজন্ম।