BY- Aajtak Bangla

হেডফোন থেকে অন্তর্বাস হোটেলের ঘরে যা ফেলে যান অতিথিরা

15 SEPTEMBER, 2024

হোটেল থেকে অতিথিরা যখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে যান, তখন ভুলে গিয়ে ঘরের ভিতর বেশ কিছু জিনিস ফেলে যান তাঁরা।

এক গবেষনায় দেখা গিয়েছে, অনেক জিনিসই হোটেলে ফেলে যান অতিথিরা। কী কী রয়েছে সেই তালিকায়?

অতিথিরা চলে যাওয়ার পর ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক সময়েই হোটেলকর্মীদের নজরে পড়ে বই, সংবাদপত্র অথবা পত্রিকা।

ঘরের টেবিল, এমনকি শৌচালয়ের ভিতরে পড়ে থাকতে দেখা যায় অতিথিদের সানগ্লাসও। বিছানার পাশে থাকা প্লাগপয়েন্টে সাধারণত গোঁজা থাকে চার্জার।

ফোন চার্জ দিয়ে দিলেও ঘর ছাড়ার সময় অনেক ক্ষেত্রেই চার্জার নিতে ভুলে যান অতিথিরা।

আলমারি থেকে শুরু করে বিছানার উপর, এমনকি বিছানার নীচেও পড়ে থাকতে দেখা যায় অতিথিদের জামাকাপড়। খুঁজে পাওয়া যায় অন্তর্বাসও।

বেশি মালপত্র গোছানোর থাকলে সাধারণত জামাকাপড় ভুল করে হোটেলেই ফেলে রেখে চলে যান অতিথিরা।

হোটেলের ঘরের ড্রয়ারে অতিথিরা দুল এবং আংটি জাতীয় ছোটখাটো গয়না রেখে দেন। পরে হোটেল ছাড়ার সময় তা চোখের সামনে থাকে না বলে ড্রয়ারের ভিতরেই রয়ে যায় অতিথিদের গয়নাগাটি।

বেরোনোর সময় তাড়াহুড়ো থাকার কারণে হেডফোন ঘরের মধ্যে ফেলে যান অতিথিরা।

হোটেলের ঘরে অতিথিরা যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ফেলে রেখে চলে যান তার প্রমাণও পাওয়া গিয়েছে। রিপোর্টে লেখা রয়েছে, অতি সাবধানতার কারণে কার্ডগুলি ড্রয়ারে রেখে দেন অতিথিরা।