01 August, 2024

BY- Aajtak Bangla

বটির জং ১ চামচেই পরিষ্কার হবে; রইল ট্রিকস 

দীর্ঘদিন কাটাকুটি করতে করতে ফল বা সবজি কাটা হোক কিংবা সবজির বটির ধার চলে যায়।

ধার চলে গেলে সবজি কাটতে খুব সমস্যা হয়। হাত কাটারও ভয় থাকে। সবজির সাইজ ঠিক হয় না।

সব সময় বাজারে গিয়ে বটি ধার দিয়ে আনা সম্ভব হয় না। বাজারে ধার দিতে গেলেই বেকার অনেক টাকা গচ্চা।

তাই এমন একটি উপায় জেনে রাখুন যাতে সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে।

বাড়িতে থাকা একটি স্টিলের চামচেই ধার হবে বটি। জং পুরো উঠে যাবে।

প্রথমে বটিটা শুইয়ে, চামচের পিছনের অংশ একটু ব্যাঁকা করে ধরে ভাল করে ঘষতে থাকুন। 

কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বটির হারিয়ে যাওয়া ধার নিমিষেই ফিরে আসবে।

আপনার বাড়িতেও যদি পুরনো বটি থেকে থাকে এবং সবজি কাটতে অসুবিধা হয়ে থাকে তাহলে এই পদ্ধতি মেনে চলুন ফল পাবেন একশো শতাংশ। ছুরিতেও এটি হবে।