BY- Aajtak Bangla
15 APRIL, 2024
নিজের ঘর পরিচ্ছন্ন রাখাটা যেমন জরুরি, তেমনই কিছু দৈনন্দিন ব্যবহারের জিনিসের স্বাস্থবিধিও মেনে চলা উচিত।
খাবার জলের বোতল নিয়মিত পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
জানুন জলের বোতল পরিষ্কার রাখার ঘরোয়া টোটকা।
বোতল যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়, তাহলে তাতে ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়।
বাজে গন্ধ দূর করতে জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে ১০ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে দিন।
এছাড়া হালকা গরম জলের সঙ্গে ডিটার্জেন্ট মিশিয়ে ধুয়ে নিতে পারেন।
হালকা গরম জলের সঙ্গে লেবুর রস এবং লবণ মিশিয়ে ধুয়ে ফেলুন ঘরের বোতলগুলি।
সমান্য গরম জলের সঙ্গে বাসন মাজার সাবান মিশিয়ে সহজেই ধুয়ে ফেলতে পারেন জলের বোতল।
তবে মাথায় রাখবেন, জলের বোতল যদি প্লাস্টিকের হয় তাহলে প্রতি ক্ষেত্রে গরম জলের ব্যবহার বর্জন করুন।