19 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

লাউকে এই অদ্ভূত নামে বাঙালরা ডাকেন, শুনলে হাসবেন 

অনেক বাংলা শব্দের কিছু আঞ্চলিক শব্দ থাকে যা আমাদের অজানা। যেমন বাঙালরা অনেক শব্দের মানে আলাদা। 

ঠিক যেমন বাঙাল বা বাংলাদেশের অনেক আঞ্চলিক ভাষা প্রচলিত নয়, তবে দিদিমা-ঠাকুমারা ব্যবহার করেন।

ঠিক যেমন অনেকেই জানেন না লাউকে বাঙালরা কী বলে। জানলে অবাক হবেন।

লাউকে বাঙাল ভাষায় কদু নামে পরিচিত।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় লাউকে কদু বলা হয়। 

অনেকে কদু বলতে কদ্দু বা কুমড়ো ভেবে ভুল করতে পারেন। তবে তা নয়।

বাঙালদের ভাষায় কদু অর্থ লাউ।