3.2.2025 

BY- Aajtak Bangla

সকালে মা-কে প্রণাম করে বলুন এই কথা, দিন ভালো যাবে

মা-বাবা ভগবানের রূপ। তাদের ভালোবাসলে ভগবান প্রাপ্তি হয়ে থাকে। তাই মা-বাবার সেবা করা দরকার। 

আমাদের শাস্ত্রে বলা হয়েছে, মা-বাবার সেবা করলে ভগবান খুশি হন। তিনি মুখ তুলে চান সেই সন্তানের দিকে। 

মা-বাবা'কে কীভাবে খুশি করা যায়, তা নিয়ে আমাদের শাস্ত্রে নানা কথার উল্লেখ রয়েছে। 

এমন অনেক মন্ত্র আছে যেগুলো দিয়ে মা-বাবাকে বন্দনা করলে দিন ভালো যায়। ভাগ্য খুলে যায়। 

শাস্ত্রে উল্লেখ, মা-কে সকালে প্রণাম করা উচিত। প্রণাম করার সময়- 'মাতা জননী ধরিত্রী, দয়াদ্র হৃদয়া সতী, দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নিৰ্দ্দোশা সর্ব দুঃখ হারা॥'- এই মন্ত্র মনে মনে বলতে হয়।

একইভাবে শাস্ত্রে বাবা-কেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাবার থেকে বড় গুরুজন আর কেউ নেই। 

বাবা-কে বন্দনা করার জন্য যে মন্ত্রের উল্লেখ করা হয়েছে সেটা হল- 'পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।' 

গায়ত্রী মন্ত্র: ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ ওঁ।।