1 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
নিউমেরোলজি অনুসারে বোঝা যায় কোন তারিখে জন্মানো ব্যক্তিরা কেমন হয়।
নিউমেরোলজি অনুসারে দেখে নেওয়া যাক, কোন দিনে জন্মানো ব্যক্তিরা স্বামী হিসেবে সেরা।
নিউমেরোলজি অনুসারে ২ মূলাঙ্কের জাতকরাই স্বামী হিসেবে সবচেয়ে সেরা। ২,১১,২০, ২৯ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ২।
এঁরা স্ত্রীকে সব রকম ভাবে খুশি রাখার চেষ্টা করেন। আদর যত্ন ও ভালোবাসায় সঙ্গীকে এরা ভরিয়ে রাখেন। এরা দারুণ মিশুকে।
এঁরা স্ত্রীকে সব রকম ভাবে খুশি রাখার চেষ্টা করেন। আদর যত্ন ও ভালোবাসায় সঙ্গীকে এরা ভরিয়ে রাখেন। এরা দারুণ মিশুকে।
২ মূলাঙ্কের ছেলেরা স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। এরা সম্পর্কের মধ্যে বাইরের কাউকে ঢুকতেই দেন না।
এরা স্ত্রীর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী হন। সঙ্গীকে বিশ্বাসভঙ্গ করার কথা এই ২ মূলাঙ্কের জাতকরা স্বপ্নেও ভাবতে পারেন না।
এদের কাছে স্ত্রীর সুখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব রকম দুঃখ কষ্ট থেকে এরা স্ত্রীকে আড়াল করে রাখেন তাঁরা।
জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এরা স্ত্রী সঙ্গে আলোচনা করে নেন। নিজের মতামত এরা কখনোই চাপিয়ে দেন না।