6th July, 2024
BY- Aajtak Bangla
জন্মরাশি থেকে যেমন জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায়, তেমনই নিউমেরোলজি অনুসারে জন্মতারিখ বিচার করে কে কেমন তার অনেকটা আন্দাজ পাওয়া যায়।
নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ বিচার করে জেনে নেওয়া যাক মাসের কোন কোন তারিখের জাতকরা স্বামী হিসেবে সবার সেরা।
নিউমেরোলজি বলছে যে ২ মূলাঙ্কের জাতকরাই স্বামী হিসেবে সবচেয়ে সেরা।
কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে যাদের জন্ম, তাদের মূলাঙ্ক বা root number হল ২। নিউমেরোলজি বলছে যে মাসের এই সব তারিখের জাতক ছেলেরাই সেরা জীবনসঙ্গী হয়ে থাকেন।
স্ত্রীকে এরা সব রকম ভাবে খুশি রাখেন। আদর যত্ন ও ভালোবাসায় এরা ভরিয়ে রাখেন এদের সঙ্গীর জীবন।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
এরা বেশ মিশুকে প্রকৃতির হন। ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে না রেখে সহজ ভাবে সবার সঙ্গে মেলামেশা করতে পারেন ২ মূলাঙ্কের জাতকরা।
উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।
২ মূলাঙ্কের জাতক পুরুষদের আচার ব্যবহার ভালো। এরা সবার সঙ্গে সুন্দর ভাবে কথা বলেন। এর পাশাপাশি আকর্ষণীয় চেহারার অধিকারী হন এরা।
স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন ২ মূলাঙ্কের জাতকরা। এরা সম্পর্কের মধ্যে বাইরের কোনও কিছুর আঁচ লাগতে দেন না।
২ মূলাঙ্কের জাতকরা স্ত্রীর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী হন। স্ত্রীর বিশ্বাসভঙ্গ করার কথা এরা স্বপ্নেও ভাবতে পারেন না।
২ মূলাঙ্কের জাতক পুরুষদের কাছে স্ত্রীর সুখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব রকম দুঃখ কষ্ট থেকে এরা স্ত্রীকে আড়াল করে রাখেন। নিজের স্ত্রীকে রানির মতো রাখেন ২ মূলাঙ্কের জাতকরা।
কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এরা স্ত্রী সঙ্গে আলোচনা করে নেন। নিজের মতামত এরা কখনোই স্ত্রীর উপর চাপিয়ে দেন না।