BY- Aajtak Bangla
13th April, 2024
প্রেমে পড়ার সংজ্ঞা যেমন বদলেছে তেমনি প্রেমিকা বাছাইয়ের ক্ষেত্রেও ছেলেদের পছন্দ বদলেছে।
এখন ছেলেরা চশমা পরা মেয়েদের বেশি পছন্দ করে।
চশমা পরলেই মেয়েদের আকর্ষণ বেড়ে যায় আর তাতেই মুগ্ধ হন ছেলেরা।
আসুন তাহলে জেনে নেই এর পিছনে থাকা আসল কারণ। চুল কাল দেখাবে।
চশমা পরা মেয়েদের লুকস বেশ সরল-সাধাসিধে গোছের হয়।
চশমা পরা মেয়েদের অন্যদের তুলনায় হালকা লাজুক, খুনসুটি করা বলে মনে হয় ছেলেদের। তাই এই ধরনের মেয়ে পছন্দ করেন তারা।
এই ধরনের মেয়েরা আপনার সঙ্গে ইন্টেলেকচুয়াল আলোচনাতেও ডুববে, আপনাকে জীবনবোধও শেখাবে, সোহাগ করে শাসনটাও করবে।
চশমা পরা মেয়েদের রাগ দেখলে আপনি গলে জল হয়ে যাবেন। আপনিও আর রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না।
চশমার ফাঁক দিয়ে আপনাকে যখন দেখবে তখন আপনার মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে।
চশমা পরা মেয়েরা খুব আবেগপ্রবণ হয়, একটুতেও কেঁদে ফেলেন আর এই ধরনের মেয়েদের বেশি পছন্দ করেন ছেলেরা।