BY- Aajtak Bangla
17 FEBRUARY, 2025
স্তনের আকার ঠিক রাখতে ব্রা পরা জরুরি। মহিলাদের অন্যতম প্রয়োজনীয় অন্তর্বাস হল ব্রা।
দৈনন্দিন জীবনে অন্তর্বাস ছাড়া মহিলাদের বাড়ির বাইরে যাওয়া একপ্রকার অসম্ভব।
মহিলাদের অন্তর্বাস ব্রেসিয়ার (Brassiere)। 'ব্রা' তারই সংক্ষিপ্ত রূপ। ব্রেসিয়ার ফরাসি শব্দ থেকে এসেছে।
ব্রা (BRA) একটি সংক্ষিপ্ত রূপ। 'ব্রা'-এর পূর্ণরূপ 'Breast Resting Area' অর্থাৎ 'স্তন বিশ্রামের এলাকা'। তবে একে বক্ষবন্ধনীও বলা হয়৷
বিশেষজ্ঞদের মতে, সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করা উচিত।
শুধু তাই নয়, একটা নির্দিষ্ট সময়ের পর একই অন্তর্বাস, বিশেষত ব্রা ব্যবহার করা উচিত না।
বিশেষজ্ঞরা বলছেন, একটি অন্তর্বাসের মেয়াদ ৮-৯ মাস। দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে স্তনের ক্ষতি হতে পারে।
এছাড়াও অতিরিক্ত আঁটসাঁট ব্রা পরলেও নানা শারীরিক সমস্যা হতে।