4 SEP, 2024
BY- Aajtak Bangla
ভারতের সেনাবাহিনীর হাতে অনেক মারণ অস্ত্র রয়েছে। তার মধ্যে অন্যতম ব্রহ্মস মিসাইল।
ব্রহ্মস মিসাইলের মিনি সংস্করণ তৈরি করেছে ডিআরডিও। এর নাম ব্রহ্মস এনজি, অর্থাৎ ব্রহ্মস নেক্সট জেনারেশন।
এই মিসাইলের পাল্লা ২৯০ কিলোমিটার। এটি ঘণ্টায় ৪৩২১ কিমি বেগে ধেয়ে যাবে। ৪ মিনিটে ধ্বংস হবে শত্রু।
এই মিসাইলের ওজন দেড় টন। দৈর্ঘ্য ৬ মিটার। এটি আগের সংস্করণের চেয়ে এটি হালকা ও প্রায় ৩ মিটার ছোট।
হালকা ও ছোট হওয়ার কারণে নির্ভুলভাবে শত্রুপক্ষকে আঘাত হানতে পারে।
এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে।
প্রথমে এর নাম ঠিক করা হয়েছিল ব্রহ্মস এম।
এই মিসাইল বায়ুসেনার রাফাল, সুখোই, তেজস, মিগ যুদ্ধবিমানে অ্যাটাচ করা যাবে।
ভবিষ্যতে এই মিসাইল ভারতীয় নৌসেনার সাবমেরিনে বসানো হবে।
ভারতীয় বায়ুসেনাও বলেছে যে তাদের ৪০০টি ব্রহ্মস এনজি মিসাইল দরকার।