11 February 2024
BY- Aajtak Bangla
অভিনেতা মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে।
এই স্ট্রোকের ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, কোনও কোনও ক্ষেত্রে রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
ব্রেন স্ট্রোকের ঝুঁকি কাদের বেশি? এর লক্ষ্মণই বা কী? আসুন জেনে নিই।
চিকিৎসকদের মতে, ব্রেন স্ট্রোক যে কোনও বয়সে হতে পারে, তবে ঝুঁকি বেশি বয়স্কদের।
এর প্রধান কারণ হল লাইফস্টাইল, অপরিমিত ও অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করলে এতে আক্রান্ত হতে হয়।
অলস জীবন-যাপন, ওজন বেশি থাকলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
Fig
ধূমপানও মদ্যপান ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়, কারণ, অত্যাধিক ধূমপান শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়।
একটু-আধটু ব্যথাবেদনা হলেই মুঠো মুঠো বেদনানাশক ওষুধ খেলেও ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়।
আচমকা শরীরে ব্যথা, মুখের একদিক বেঁকে যাওয়া, চোখে অন্ধকার দেখা,
কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া এগুলো হল লক্ষ্মণ।