28th January, 2025

BY- Aajtak Bangla

পুরুষরাও ব্রা পরে জানতেন? রয়েছে এই কারণগুলো

ব্রা মহিলাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা ছাড়া মহিলারা বাড়ির বাইরে বের হতেই পারেন না।

মহিলাদের স্তনযুগলকে ঠিক রাখতে এই ব্রা পরে থাকেন মহিলারা। 

কিন্তু জানেন কি ব্রা শুধু মহিলাদেরই নয়, পুরুষদের জন্যও। 

হ্যাঁ, পুরুষরাও ব্রা পরেন। তবে তার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। 

চিকিৎসকদের মতে, অনেকসময়ই পুরুষ স্তন স্বাভাবিক আকারের থেকে বৃদ্ধি পায়।

সবসময় যে তা অতিরিক্ত চর্বির জন্যই হয় এমনটা নয়, ক্লিনিকাল গাইনোকাস্টিয়া হরমোনের ভারসাম্যহীনতা, এস্ট্রোজেনের উচ্চ মাত্রা বা টেস্টোস্টেরেণের নিম্ন মাত্রার কারণেও পুরুষ স্তন বৃদ্ধি পায়।

আর সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মতো বিশেষ ধরনের ব্রা পরলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

ক্রস-ড্রেসিংয়ের অংশ হিসাবেও ব্রা পরা হয়। পুরুষদের মাঝে মাঝে স্তন তৈরি হয়, সেক্ষেত্রেও ব্রা পরা হয়।  

কিছু কিছু পুরুষ নিজেদেরকে ছোট থেকেই মেয়েদের মতো অনুভূতি পাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে তাঁরাও ব্রা পরে।