8 Febuary, 2025
BY- Aajtak Bangla
প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। এ বছর ২৬ ফেব্রুয়ারি।
ভোলেনাথের আশীর্বাদ পেতে শিবরাত্রির দিন কিছু শুভ জিনিস কিনে বাড়িতে আনুন।
এই জিনিসগুলি ঘরে আনলে প্রসন্ন হন শিব। সব সমস্যার অবসান ঘটে।
পারদ শিবলিঙ্গ-এই শিবলিঙ্গ ঘরে আনলে বাস্তু দোষ, কালসর্প দোষ এবং পিতৃ দোষ থেকে মুক্তি মেলে। ঘরে সুখ থাকে।
রুদ্রাক্ষ- রুদ্রাক্ষ শিবের প্রতীক। রুদ্রাক্ষ ঘরে রাখলে অসুখ-বিসুখ হয় না। পরিবারে সুখ ও সম্পদ থাকে।
রুপো- মহাশিবরাত্রিতে রুপোর জিনিস কেনা খুব শুভ। ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে। রুপোর কয়েনও কিনতে পারেন।
তামার ঘটি- মহাশিবরাত্রির দিনে তামার ঘটি কিনে আনা শুভ। ঘরে সুখ থাকে। তামার পাত্র থেকে জল নিবেদন করুন।
শিব পরিবারের ছবি- মহাশিবরাত্রিতে শিব পরিবারের ছবি বাড়িতে আনলে পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে।
গাড়ি- ওই দিন নতুন গাড়ি কেনা শুভ।