15 AUGUST, 2024
BY- Aajtak Bangla
মাঝে মাঝে কাচের জিনিস ভেঙে গেলে মেঝে পরিষ্কার করা মুশকিল হয়ে যায়।
এখানে সেখানে কাচের গুড়ো ছড়িয়ে পড়ে। তাতে হাত পা কেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গুঁড়ো কাচ সাবধানে পরিষ্কার করা দরকার।
মেঝেতে কাচ পড়ে ভেঙে গেলে বা ছড়িয়ে গেলে কীভাবে পরিষ্কার করবেন? আসুন জেনে নিই।
প্রথমেই হাওয়াই চপ্পল পরে নিন। তারপর যেগুলো বড় কাচ সেগুলো পরিষ্কার করুন।
এরপর কাটা আলু নিন। সেই আলু মেঝের কাছে রাখুন। তাহলে দেখবেন সব ভাঙা কাচ আলুতে ধরে নিচ্ছে।
ভাঙা কাচ পরিষ্কার করার ক্ষেত্রে টিস্যু পেপারও খুব ভালো কাজ করে। এই পেপার প্রথমে ভিজিয়ে নিতে হবে।
টিস্যু পেপার ভিজিয়ে নেওয়ার পর তা দিয়ে মেঝে মুছুন। তাহলে সব ভাঙা কাচ উঠে যাবে মেঝে থেকে।
খেয়াল রাখবেন কাচ ভেঙে গেলে সেখানে যেন বাচ্চারা না নামে তাহলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে।