BY- Aajtak Bangla

বাড়ির এখানে ঝাঁটা রাখলেই কেল্লাফতে, কপাল খুলে যাবে

12 SEP, 2024

ঝাঁটা সব বাড়িতেই থাকে। ঝাঁটাকে সবাই গুরুত্ব দেন না। সাফ সাফাইয়ের কাজে ব্যবহৃত হলেও এর গুরুত্ব অনেক।

একটা ঝাঁটা একটা গোটা পরিবারের সুখ ও সমৃদ্ধি আনতে পারে আবার ধ্বংস করে দেয়। তাই ঝাঁটা কোথায় কীভাবে রাখবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঝাঁটা কোনওসময় ঠাকুর ঘর, রান্না ঘর বা শোবার ঘরে রাখবেন না। এতে বাড়ির অমঙ্গল হবে।

ঝাঁটা লোকসমক্ষে রাখা উচিত নয়।  চেষ্টা করুন এমন জায়গাতে ঝাঁটা রাখার যেখানে লোক দেখতে না পায়। 

মনে রাখা উচিত, কখনও সূর্যাস্তের পর এবং সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ঝাড়ু কেনা উচিত নয়।

উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু রাখা উচিত নয়। ঝাঁটা রাখা উচিত শুধু পশ্চিম বা দক্ষিণ দিকে।

ঝাড়ু এমন জায়গাতে রাখা উচিত নয় যাতে পায়ের নিচে ঠেকে। ঝাড়ু পায়ে ঠেকা খুব ক্ষতিকর।

বাড়িতে নতুন ঝাড়ু কিনলে শনিবার নিয়ে আসুন। সেদিন থেকেই তা ব্যবহার করুন। তবেই উন্নতি হবে। 

কখনও পুরোনো ঝাড়ু হঠাৎ ফেলে দেবেন না। শনিবার দেখে পুরোনো ঝাড়ু সরিয়ে রাখুন বা ফেলে দিন।