9 JULY, 2024

BY- Aajtak Bangla

BSNL-র সিম নিলে কি লাভ হবে? রইল সস্তার আনলিমিটেড প্ল্যানের লিস্ট

রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয় তাদের ডেটা প্ল্যানের দাম বাড়িয়েছে। তাই অনেকেই সরকারি সংস্থা বিএসএনএল-র সিম নেওয়ার কথা ভাবছেন।

তবে, সত্যিই কি বিএসএনএল কানেকশন নিলে সস্তায় রিচার্জ প্ল্যান পাওয়া যাবে? জেনে নিন সমস্তটা বিশদে।

আমরা ২৮ দিন, ৩০ দিন ও ৮৪ দিনের আনলিমিটেড প্ল্যানগুলি শুধু আলোচনা করে দেখব। কারণ এই প্ল্যনগুলিই বেশি জনপ্রিয়।

২৮ দিনের ভ্যালিডিটি: ১৩৯ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

২৮ দিনের ভ্যালিডিটি: ১৮৪, ১৮৫, ১৮৬ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি ডেটা, তিটি দামে তিনটি আলাদা অতিরিক্ত পরিষেবা যুক্ত রয়েছে। ডেটা শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

২৮ দিনের ভ্যালিডিটি: ১৮৭ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

২৮ দিনের ভ্যালিডিটি: ২৬৯ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, গেমিং সার্ভিস, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

৮৪ দিনের ভ্যালিডিটি: ৫৯৯ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা ও গেমিং, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

৮৪ দিনের ভ্যালিডিটি: ৭৬৯ টাকায় আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা ও গেমিং, জ্যোতিষসহ অন্যান্য বেশ কিছু সুবিধা, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট।

৩০ দিনের ভ্যালিডিটি: ১৪৭ টাকায় আনলিমিটেড ভয়েস কল, মোট ১০ জিবি ডেটা, শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিড নেট

এই প্ল্যানগুলি বিএসএনএল-র পশ্চিমবঙ্গ সার্কলের প্ল্যান। বাইরের বাসিন্দা হলে এই প্ল্যানগুলি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।