11 July,, 2024
BY- Aajtak Bangla
জ্যোতিষে কর্পূর খুব গুরুত্বপূর্ণ। পুজোতেও ব্যবহার করা হয় কর্পূর।
কর্পূর জ্বালিয়ে ঘরে আনা যায় সুখ-শান্তি। দূর হয় নেতিবাচক শক্তি।
জ্যোতিষ বলছে, কিছু বিশেষ জিনিস আছে যা কর্পূরের সঙ্গে মিশিয়ে পোড়ানো হলে তার ধোঁয়া খুব ফলদায়ক।
কর্পূর শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। দারুচিনি শুক্র এবং মঙ্গলের সঙ্গে সম্পর্কিত। শুক্রকে সৌন্দর্য, সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধির কারক মনে করা হয়।
১১টি লবঙ্গ দিয়ে কর্পূর জ্বালিয়ে দিন। নেতিবাচক শক্তি দূরে থাকবে। বাস্তু দোষ থেকেও মুক্তি মিলবে।
মঙ্গল সুখী দাম্পত্য জীবন, পারিবারিক শান্তি, সন্তান ধারণের কারক। তাই কর্পূরের সঙ্গে দারুচিনি পুড়িয়ে দিন।
কর্পূরের সঙ্গে দারুচিনি পোড়ালে সমস্ত বৈষয়িক আনন্দ মেলে। শুক্রের দেবী মা লক্ষ্মী। আর্থিক অবস্থার উন্নতি হয়।
কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে বা দীর্ঘদিনের বাধা থাকলে একটি তেজপাতায় সমস্যার কথা লিখে দিন।
সেই তেজপাতার উপর কর্পূর দিয়ে পুড়িয়ে ফেলুন। সেই সমস্যা থেকে ব্যক্তিকে মুক্তি দেবে।
রাতের দিকে কর্পূরের এই টোটকা করুন। পরিষ্কারপরিচ্ছন্ন হয়ে টোটকাটি করলে উপকার পাবেন।