26 October, 2024
BY- Aajtak Bangla
লবঙ্গ রান্নার জনপ্রিয় মশলা। খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়ায়। জ্যোতিষশাস্ত্রে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লবঙ্গ তন্ত্রেও ব্যবহৃত হয়। লবঙ্গের মাধ্যমে নানা ধরনের সমস্যা থেকে মুক্তি মেলে। কীভাবে জেনে নিন
কঠোর পরিশ্রম করেও অনেকে টাকা কামাতে পারেন না। লবঙ্গের প্রতিকারে এই সমস্যা দূর হয়।
ঘুমোনোর আগে রুপোর পাত্রে লবঙ্গ দিয়ে কর্পূর জ্বালিয়ে দিন। অর্থের অভাব দূর হবে।
লবঙ্গ প্রতিকার নেতিবাচক শক্তি দূর করে। ঝগড়া-বিবাদ ঘর থেকে দূরে রাখে।
সকালে লবঙ্গ ও কর্পূর পোড়ান। বাড়িতে থাকে ইতিবাচক শক্তি। ঝগড়া হয় না। উন্নতি করে পরিবার।
জীবনে নানা সমস্যা ও বিপদ থেকেও বাঁচায় লবঙ্গ। ইচ্ছাপূরণও হয়। বেছে নিন মঙ্গলবার দিনটিকে।
প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে প্রদীপে পাঁচটি লবঙ্গ জ্বালান। ঝামেলা থেকে মুক্তি দেয়। ইচ্ছাপূরণ করে।
পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়লেও কাজে দেয় লবঙ্গ।
সকাল ও সন্ধ্যায় একটি পাত্রে লবঙ্গ কর্পূর দিয়ে পুড়িয়ে দিন। তার পর দেখুন ম্যাজিক।