পুরনো AC কিনুন একেবারে সস্তায়, মাথায় রাখুন এসব

1 April 2025

BY- Aajtak Bangla

তীব্র গরম থেকে বাঁচতে এসি-ই ভরসা। AC ছাড়া গরম থেকে নিস্তার নেই। 

AC

তবে এসি কিনতে অনেক খরচ। তাই অনেকে চাইলেও এসি কিনতে পারেন না। 

দামী এসি

অনেকেই নতুনের বদলে পুরনো বা সেকেন্ড হ্যান্ড এসি কেনার কথা ভাবছেন।

পুরনো এসি

অনেকটা কম দামে পুরনো এসি কেনা যায়। ফলে টাকাও বাঁচে। তবে পুরনো এসি কেনা কি ভাল? কী কী মাথায় রাখবেন?

কীভাবে কিনবেন

পুরনো এসি কেনার সময় বিল দেখে নিন। কত দিনের পুরনো সেটা ভাল করে জানুন।

বিল

দেখে নিন, কোন ব্র্যান্ডের এসি। ব্র্যান্ড ভাল হওয়া জরুরি।

ব্র্যান্ড

এসির গ্যাস পরীক্ষা করে নেবেন। না হলে পরে গ্যাস লিক হলে সমস্যা বাড়বে।

গ্যাস

 ফিল্টার দেখে নেবেন ভাল করে। পুরনো ফিল্টার লাগানো এসি কিনবেন না।

ফিল্টার

এসির স্টার রেটিং দেখে নিন। ফাইভ স্টার থাকলে চোখ বন্ধ করে কিনুন।

রেটিং