12 JULY, 2024
BY- Aajtak Bangla
রান্না করতে করতেই পান ঠান্ডা হাওয়া, সস্তায় পোর্টেবেল AC কোথায় পাবেন?
গরমে রান্না করতে গিয়ে সমস্যায় পড়তে হয় প্রতিদিনই। তবে আজ এমন এক এসি-র কথা আপনাদের জানাব, যা কিনলে রান্নাঘরেও পাবেন ঠান্ডা হাওয়া
আজ আমরা আপনাকে একটি বিশেষ এসি সম্পর্কে বলতে যাচ্ছি। এই এসি ঘরের যে কোন কোণে রাখা যায় ঠিক কুলারের মতোই।
এর নাম পোর্টেবল এসি। এটি একটি রুম কুলারের মতো, যা চাকার উপর থাকে। এটি বাড়ির যেকোনো জায়গায় রাখা যায়।
আপনি ডাইনিং হল, বেডরুম বা রান্নাঘর ইত্যাদি জায়গাতেও পোর্টেবল এসি ইনস্টল করতে পারেন।
এই এসি ঘরের যেকোন কোণে লাগানো যেতে পারে, এতে কোনকিছুই ভাঙার প্রয়োজন হয় না। এর ব্যবহার করা বেশ সহজ।
উইন্ডো এবং স্প্লিট এসির মতো, পোর্টেবল এসিও গরম হাওয়া বের করে। এর জন্য একটি পাইপ পাওয়া যায়, যা দিয়ে তা বাড়ির বাইরে যায়।
আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম বা স্থানীয় বাজার থেকে পোর্টেবল এসি কিনতে পারেন। ক্রোমা, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদিতে জায়গাতেও পাওয়া যাচ্ছে।
ক্রোমা স্টোরে ১ টন ও দেড় টনের এসি পাওয়া যায়। ১ টন ব্লু স্টার এসির দাম ৩৩ হাজার টাকা। ক্রোমার ১.৫ টন পোর্টেবল এসির দাম ৪৩,৯৯০ টাকা।
Related Stories
ঘটি বাড়িতে মতো ডিম পোস্ত রেসিপি, গরম ভাতের সঙ্গে বেস্ট
ফ্রিজে কতদিন মাছ রেখে খাওয়া যায়? জেনে নিন
সবজি দেখলেই সন্তান মুখ ঘুরিয়ে নেয়? এভাবে গপগপ করে খাবে
নাগালের বাইরে ইলিশের দাম,সস্তার এই মাছেই পান সেই একই স্বাদ