BY- Aajtak Bangla
6 Feb 2025
হিন্দু ধর্মে সোনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোনা কিনলে বাড়িতে মা লক্ষ্মী আসেন। ধন সম্পদের শ্রীবৃদ্ধি হয়।
ধনতেরাসেন দিন সোনা কিনলে খুব ভালো ফল পাওয়া যায়। তবে শুধু ধনতেরাস কেন, সারাবছরই সোনা কেনা যায়।
অনেকে আবার অক্ষয় তৃতীয়ার দিনও সোনা কিনে থাকেন। এই দিনটিও শুভ।
কিন্তু সোনা কেনার শুভ দিন আছে। সপ্তাহের যে কোনও দিন সোনা না কিনে বিশেষ কয়েকদিনে কিনলে খুব ভালো ফল পাওয়া যায়। ।
কোন কোন দিন সোনা কিনলে ভালো ফল পাওয়া যায়? তালিকায় আছে রবিবার ও বৃহস্পতিবার। .
এই দুই দিনে সোনা কিনলে বৃহস্পতি গ্রহ ও সূর্য গ্রহের অবস্থান খুব শক্তিশালী হয়। . .
এছাড়াও পুষ্প নক্ষত্রের দিন সোনা কিনতে পারেন। বছরের বিভিন্ন দিনে পুষ্প নক্ষত্র থাকে। . .
যেমন চলতি বছরের ১১ ফেব্রুয়ারি, মার্চের ১০ তারিখ, এপ্রিলের ৬ তারিখ, মে মাসের ৩, ৩০ তারিখ, জুনের ২৭ তারিখ পুষ্প নক্ষত্রের দিন রয়েছে।
এই বছরের এই দিনগুলোতেও সোনা কিনতে পারেন। তাহলে শুভ ফল পাবেন। অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে।