09 JANUARY 2026

BY- Aajtak Bangla

'ফুলকপি' vs 'বাঁধাকপি', কোনটার পুষ্টি বেশি? জেনে খান

শীতে বাজার ভর্তি কপি। ফুলকপি, বাঁধাকপি। কিন্তু জানেন কোন কপির গুণ বেশি?

মরসুমের সবজি সবসময় পুষ্টিকর। যেকোনও মরসুমি সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

ফুলকপি ও বাঁধাকপি, দুটি সবজিতেই একাধিক পুষ্টিগুণ আছে।

বাঁধাকপিতে ফাইবার আছে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ওজন কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। 

নিয়মিত বাঁধাকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফুলকপি শরীরকে ডিটক্স করে। 

ফুলকপি ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

ফুলকপি ও বাঁধাকপির মধ্যে তুলনায় দুটিই পুষ্টিগুণে ভরপুর। সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আপনাকে এই দুটি সবজিই খাবারের সঙ্গে রাখতে পারেন।

তবে শীতে প্রতিদিন বাঁধাকপি এবং ফুলকপির খেলে ভরপুর গ্যাস হবে। তাই রোজ না খেয়ে সপ্তাহে দু-তিনদিন ছেড়ে খান। 

তবে পুষ্টিগুণে দুটো সবজি সমান।