24 February 2024

BY- Aajtak Bangla

রাতে শোওয়ার আগে বিছানার নীচে রাখুন কপূর, তারপরই 'খেলা হবে'

কর্পূর সাধারণত পুজোর কাজেই ব্যবহার করে থাকি আমরা।  কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কর্পূরের আরও বিশেষ কিছু গুরুত্ব রয়েছে।

বলা হয়, বিছানার নীচে কর্পূর রাখলে নাকি অনেক সমস্যার সমাধান হয়ে যায়। 

তাই জেনে নিন কর্পূরের উপকারিতা সম্পর্কে একনজরে, কাজে লাগবে ভবিষ্যতে। 

বিছানার নীচে কর্পূর রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়, এমনটাই মনে করা হয়। 

মানসিক শান্তি খুব দরকার আমাদের, যা পাওয়া যাবে বিছানার নিচে একটা কর্পূর রাখলেই। 

যারা অনিদ্রায় ভুগছেন তারা অবশ্যই মেনে চলুন এই উপায়, ফল পাবেন নিশ্চয়। 

দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য আজই বিছানার নীচে কর্পূর রাখুন, লাভ হবে অনেক। 

এছাড়াও যদি অর্থ সংকট থাকে, তাও দূর হবে শুধুমাত্র কর্পূরের মাধ্যমে। 

মেনা চলুন মাত্র এই কয়েকটি উপায়, জীবন ভরে উঠবে সুখে।