BY- Aajtak Bangla

৫ টাকার জিনিসে বদলে যাবে জীবন, পকেটে টাকা থাকবে সব সময়

31 March, 2025

 কর্পূর সংসারে একটি অতি প্রয়োজনীয় জিনিস।

আমরা ঘরে বা আলমারিতে জামাকাপড়ে পোকা না ধরে এ কারণে কর্পূর রাখি। এছাড়াও কর্পূর পোকামাকড় তাড়াতে কাজ করে।

কর্পূরের জ্যোতিষ ভ্যালুও প্রচুর। জ্যোতিষমতে ভাগ্যও বদলাতে পারে কর্পূর।

পকেটে যদি এক টুকরো কর্পূর রাখা যায় তার নানা টোটকা রয়েছে।

পকেটে কর্পূর রাখলে নেগেটিভ এনার্জি দূর গয়। শক্তি মেলে। . .

 পকেটে কর্পূর রাখলে নসংযোগ বাড়ে। মানসিক চাপ কমে যায়।   . .

পকেটে সাদা কাপড়ে কর্পূর বেঁধে রাখলে সৌন্দর্য বাড়ে।

পকেটে কর্পূর রাখলে দাম্পত্য সুখ বেড়ে যায়।

পকেটে কর্পূর রাখলে অর্থকষ্ট দূর হয়।