BY- Aajtak Bangla

বায়ু দূষণের কারণে কি ফুসফুসের ক্যান্সার হতে পারে?

5  November, 2023

দিল্লি এবং দেশের একাধিক শহরে বিষাক্ত ধোঁয়াশার পুরু স্তর দৃশ্যমান, যার কারণে দৃশ্যমানতাও হ্রাস পেয়েছে। এছাড়াও বায়ুর গুণমান সূচক বিপজ্জনক ক্যাটাগরিতে  চলে গেছে।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাখা হয়েছে দেশের রাজধানী দিল্লিকে। বায়ু দূষণের কারণে ঘরের বাইরে গিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে, তাই শ্বাসকষ্টের নানা রোগের আশঙ্কা তৈরি হয়েছে।

 বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কি বেড়ে যায়?

চিকিৎসকরা বলেন, যাঁরা সিগারেট খান তাদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি যারা ধূমপান করেন না তাঁদের  তুলনায় ১৫ থেকে ৩০ শতাংশ বেশি।

ধূমপানকারী এবং এর সংস্পর্শে আসা ব্যক্তি  উভয়ের ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ ধূমপান।

কখনও কখনও একজন রোগী যিনি কখনও ধূমপান করেননি বা ধূমপানের সংস্পর্শে আসেননি বা শহুরে এলাকায় থাকেন তাদেরও ফুসফুসের ক্যান্সার হয়। 

সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতি বছর ৭৬ লাখেরও বেশি মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে প্রতি বছর এই সংখ্যা বাড়ছে।

 স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে দূষিত বাতাসে পাওয়া কণা পদার্থ  যখন ফুসফুসে প্রবেশ করে, তখন তা ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে। এমন পরিস্থিতিতে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

বায়ু দূষণের কারণে ক্যান্সার ছাড়াও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখনই বাতাসে ভেসে থাকা বিষাক্ত ও দূষিত কণা রক্তনালীতে পৌঁছায়, তখনই রক্তনালীর ক্ষতির আশঙ্কা বেড়ে যায় এবং ধমনীতে ক্যালসিফেকেশন বাড়তে থাকে।

এ ছাড়া বায়ু দূষণের কারণে অ্যালার্জি, উচ্চরক্তচাপ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, প্রি-ম্যাচিউর ডেলিভারির ঝুঁকিও রয়েছে বলে জানা গেছে।